ভোটের আগে বাংলায় দুর্যোধন দুঃশাসন আসে, নাম না করে অমিত শাহকে তোপ মমতার ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার৩১,ডিসেম্বর :: বাঁকুড়ার জনসভা থেকে SIR এর ইস্যুতে বিজেপিকে তোপ তৃনমূল সুপ্রিমোর ।

জেলার আনাচে কানাচে টটো ঘুরছে উন্নয়নের পাঁচালি শুনিয়ে। ইতিমধ্যে সেই উন্নয়নের কান্ডারী এলেন ছাব্বিশের ভোটের ঢাকে কাঠি দিতে । বাঁকুড়ার বড়জোড়ার বীরসিংহপুর মাঠ থেকে দিলেন রণ হুঙ্কার ।

সেই চেনা ছকের হার্ড টার্গেট । প্রথম থেকেই ঝড়ো ইনিংসে বিজেপিকে একহাত নয় দশ হাত নিলেন । সভা মঞ্চ থেকেই নাম না করেই অমিত শাহকে একহাত নিলেন। ভোট এলেই দুঃশাসন-দুর্যোধনরা বাংলায় চলে আসে।

তিনি বলেন, “আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।” “তুমি পদত্যাগ না করলে বাংলার মানুষ তোমাকে পদচ্যুত করবে”।

সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার বিএসএফ-কে জমি দিচ্ছে না— এই অভিযোগ তুলেছিলেন অমিত শাহ । বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির দিকেই পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয় অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, ‘শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?’ তার পরেই পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী।

বলেন, ‘পহেলগামে কী ঘটেছিল, সেখানে আপনারা কী করছিলেন?’ অসম, উত্তর প্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে। আমাকেও বলে বাংলাদেশি”।

ভাষণের শুরুতেই SIR ইস্যুতে সুর চড়ান দলনেত্রী। SIR এর নাম করে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। বয়স্কদের ডেকে পাঠিয়ে হয়রানি করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে— এই অভিযোগও তুললেন মুখ্যমন্ত্রী। এমনকি সভামঞ্চ থেকে হুঙ্কার দেন বৈধ এক জনের ভোটারের নাম বাদ গেলে শুধু বাংলায় নয় দিল্লিতেও আন্দোলন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 18 =