নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাঁসখালী :: বুধবার৩১,ডিসেম্বর :: মা বৃদ্ধা, ছেলে অন্ধ, এস আই আর হেয়ারিংয়ে ডাক পড়েছে দুজনের। অন্ধ পরিস্থিতিতে ভ্যান চালিয়ে মাকে বিডিও অফিসে নিয়ে আসলেন অন্ধ ছেলে পানু চৌধুরী। এমনই চিত্র ধরা পড়ল নদিয়ার হাঁসখালীর বিডিও অফিসে।
আগামীতে যদি ভোটার লিস্টে নাম না ওঠে তাহলে কি হবে, এই নিয়ে দুশ্চিন্তায় এই পরিবার। নদিয়ার বগুলা হাঁসখালীর মিলন নগর ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা পানু চৌধুরীর একমাত্র রোজগারের সম্বল ভ্যান রিক্সা, দু চোখ অন্ধ অবস্থায় ভ্যান চালিয়ে কোনরকম সংসার চালান।
কিন্তু এস আই আর প্রক্রিয়ার মধ্যে দিয়ে হঠাৎ তার বাড়িতে সমান পাঠায় নির্বাচন কমিশন। হেয়ারিংয়ে ডাক পড়ায় চোখে মুখে আতঙ্কের ছাপ বৃদ্ধা মা সুরধ্বনি চৌধুরী ও অন্ধ সন্তান পানু চৌধুরীর। স্বাভাবিকভাবেই এস আই আর এর শুনানিতে অন্ধ ছেলে ও বৃদ্ধা মায়ের এই দৃশ্য হয়ে দাঁড়ালো সমস্যার আরো এক নজিরবিহীন ঘটনা।

