নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: বুধবার৩১,ডিসেম্বর :: মঙ্গলবার যাতায়াতের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। এরপর বাঁশ ও লাঠি দিয়ে একপক্ষ অপর পক্ষকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে উত্তর ভাঙনখালি গ্রামে।
ঘটনায় জখম হয়েছেন নাসিমা লস্কর নামে এক মহিলা। ঘটনা প্রসঙ্গে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে উত্তর ভাঙনখালি এলাকার একটি ফিসারীর রাস্তা দিয়ে এলাকার লোকজন যাতায়াত করেন। সেই রাস্তা নিয়ে বচসা শুরু হয় নাসিমা লস্কর ও তার প্রতিবেশীদের মধ্যে।
অভিযোগ বচসার সময় আচমকা জনাকয়েক প্রতিবেশী যুবক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে কোন প্রকারে পালিয়ে প্রাণে বাঁচেন আক্রান্ত ওই মহিলা। পরে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেন।

