নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বুধবার৩১,ডিসেম্বর :: অজানা জন্তুকে ঘিরে আতঙ্ক ছড়ালো হলদিবাড়িতে। বুধবার উত্তর বড় হলদিবাড়ির শান্তিনগর এলাকায় একটি বাড়িতে সেটিকে দেখতে পায় স্থানীয়রা।
গায়ের মধ্যে কালো ছোপ ছোপ দাগ দেখতে পেয়ে অনেকের মধ্যে বাঘের আতঙ্ক ছড়ায়। একে একে স্থানীয় মানুষজন সহ পথ চলতি উৎসুক মানুষ এসে ভিড় জমায়।
এরপর খবর যায় বনদপ্তরে। খবর পেয়ে হলদিবাড়ি বনদপ্তরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্পোরের সদস্য সুমন দাস জানান এটি একটি small indian civet বা ভাম বিড়াল।
সাধারণত বাসস্থান এবং জলাশয়ের আশপাশে খাবারের খোঁজে এরা আসে। এদের নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই. এরা অত্যন্ত নিরীহ প্রাণী।

