নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: বুধবার নিজের ঘরে রান্নার গ্যাসে চা করতে গিয়ে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা।
পরিবারের লোকজন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে তড়িঘড়ি পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটী ব্লক হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিস্কাপা গ্রামে বাসিন্দার। মৃত মহিলার নাম আনন্দময়ী রায় বয়স আনুমানিক ৮০ বছর। বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে বিজুর ২ অঞ্চলে বিস্কপার গ্রামে।
খবর পেয়ে সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসে। এদিন সকালে দেহ ময়না তদন্তে পাঠানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে।

