নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে আসলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন সুনীল বাবু আমার দীর্ঘদিনের পরিচিত, বলতে পারেন একসঙ্গে এম এল এ ছিলাম। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার সম্পর্ক অন্তত মধুর।
তাই ওনাকে আমি একবার ফোন করেছিলাম, আমি একটু হুগলি যাব বর্ধমান হয়ে তো আপনাকে কি বর্ধমানে পাবো তো দেখা করবো, উনি বলেছিলেন আমি কলকাতায় আছি কখন আসবেন ।
তিনি আরও বলেন যাদের ভাতের থালা কেড়ে নেওয়া চেষ্টা করা হবে তাকে কি গো ব্যাক না বলে তাকে কি অভিনন্দন জানাবো ? এটা কি রাজনীতিতে এই শব্দ আছে।
যারা লুটে পুটে খাচ্ছে,চোর বৃত্তি করে চলছে মিথ্যাচার করে তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের গদি যায় যায় অবস্থা তারা আমাকে গো ব্যাক বলবেনা আমার প্রশংশা করবে। দেখুন যত খুশি ফেব্রুয়ারি মাসটা আছেন উনি, তারপরেই ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে । কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন উনি।
আর আমার স্থির বিশ্বাস আগামী দিনে আর উনি মুখ্যমন্ত্রিত্বে আসতে পারবেন না কাজেই যতো খুশি শিলান্যাস করে যাক। আমারা মন্দিরের বিরোধীতা করিনা কিন্তু সরকারি টাকায় কেনো মন্দির হবে মসজিদ হবে,গীর্জা হবে ।আমি মসজিদ করছি আমিতো কমিটির টাকায় করছি । তা নিয়ে ওনার এতো মাথা ঘামানো কিসের।

