নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: বিশ্ব ইজতেমায় নামাজ পাঠের উদ্দেশ্যে হুগলীর পুইনানের দিকে যাওয়ার পথে পূর্ব বর্ধমান জেলার ভাতারে সংক্ষিপ্ত সময়ের জন্য থামলেন ভরতপুরের বিধায়ক ও রাজ্যের আলোচিত মুখ হুমায়ুন কবির। হঠাৎ করেই আলিনগর চৌমাথায় দাঁড়িয়ে পড়ে তার গাড়ি ।
বাদশাহী রাস্তা ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় আচমকা এই বিরতিতে প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি এলাকার মানুষ। তবে আলিনগর চৌমাথায় ডালু শেখের চায়ের দোকানে চা খেতে ঢুকতেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
মুহূর্তের মধ্যেই চতুর্দিক থেকে হাজারো মানুষ ভিড় জমাতে শুরু করেন চায়ের দোকান চত্বরে।সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় হুমায়ুন কবির বলেন, “জনসংযোগ করতে আমি ভালোবাসি। তাই ভাতারের আলিনগরে একটু থামলাম, মানুষের সঙ্গে কথা বললাম”।
চায়ের দোকানদার ডালু শেখ জানান, “এর আগেও বহু পরিচিত ও সেলেব্রেটি মানুষ আমার দোকানে চা খেয়েছেন। কিন্তু হুমায়ুন ভাই দাঁড়ানোর পর এত মানুষের ভিড় হবে, তা কখনও কল্পনাও করিনি”।
সংক্ষিপ্ত এই বিরতিতে ভাতারের আলিনগর যেন এক মুহূর্তের জন্য পরিণত হয় জনসমাগমের কেন্দ্রে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই দৃশ্য ঘিরে এলাকায় তৈরি হয় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা।

