বীরভূমের বক্রেশ্বর ধাম মানুষের সমাগমে ভরে উঠেছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: সব অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ কে বিদায় জানিয়ে ২০২৬ কে স্বাগত জানাতে প্রতিটি জায়গার মতো বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। ইতিমধ্যেই শীত পড়তে না পড়তেই মানুষের ঘোরার নেশা জেগে উঠেছে।তাই আজ বৃহস্পতিবার বছরের প্রথম দিনই দেখা গেল অনবদ্য দৃশ্য বীরভূমের বক্রেশ্বর ধামে হাজার হাজার মানুষ পুজো দিতে জমায়েত হয়েছে তেমনি উষ্ণ প্রস্রবণ স্নানের ঘাটে দেখা যাচ্ছে অগণিত মানুষের ঢল। এই পুণ্য লগ্নে মানুষের আগমনে বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছে এক পুণ্যতীর্থ ।

প্রতিবছর মানুষ এখানে পুজো দেওয়ার পাশাপাশি যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা শীতের মৌসমকে অনুভব করার আনন্দে হাজির হন আর আজ সেই দৃশ্য দেখা গেল বীরভূমের বক্রেশ্বর চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =