বামনহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত ২ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: বুধবার রাত আটটা নাগাদ বামনহাট চৌপথি সংলগ্ন বাঁশতলায় ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা।

ঘটনা প্রসঙ্গে জানা যায় বামনহাটের দুই যুবক বিশ্বজিৎ বর্মন এবং দীপঙ্কর বর্মন বামনহাট থেকে সাহেবগঞ্জ মুখে যাবার সময় গাড়ির গতিবেগ অনেকটা বেশি থাকায় ঘটে এই দুর্ঘটনা ।

গাড়ি চালাচ্ছিলেন দীপঙ্কর বর্মন এবং পেছনে বসেছিলেন বিশ্বজিৎ বর্মন। চালক দীপঙ্কর বর্মন সেরকম আহত না হলেও পেছনে বসে থাকা বিশ্বজিৎ মাথায় চোট পেয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

দীপঙ্কর বর্মনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বিশ্বজিৎকে উন্নত চিকিৎসার জন্য দিনহাটা স্থানান্তরিত করা হয়।

এলাকাবাসীরা বলছেন হেলমেট পরিহিত থাকলে হয়তো এতটা ক্ষতি হতো না। এখানেই প্রশ্ন উঠছে জেলা পুলিশের এত সতর্কীকরণের পরেও কেন ঘটছে এ ধরনের দুর্ঘটনা, কিভাবে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে হেলমেট বিহীন মোটরসাইকেল?

এত সতর্কীকরণের পরেও কেন সতর্ক হচ্ছে না মোটরসাইকেল চালকেরা এটা নিয়ে উঠছে প্রশ্ন? প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ ধরনের সতর্কীকরণে কাজ হবে না বলেই ধারনা অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =