সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: চলতি বছরে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন না কোনও ক্রীড়াবিদ।
প্রাথমিকভাবে মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা ও হকি তারকা হার্দিক সিংয়ের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কাউকেই ‘যোগ্য’ মনে করেনি গগন নারাংয়ের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি—এমনটাই দাবি টাইমস অফ ইন্ডিয়া-র।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বড় দেশে কি সত্যিই খেলরত্ন পাওয়ার মতো কেউ নেই, নাকি মূল্যায়ন প্রক্রিয়াতেই সমস্যা? কারণ ২০২৫ সালে ভারতের ক্রীড়া সাফল্যের খাতা একেবারেই ফাঁকা নয়।
মহিলা ক্রিকেটে ঐতিহাসিক ওডিআই বিশ্বকাপ জয়, দৃষ্টিহীনদের ক্রিকেটে মেয়েদের বিশ্বজয়, দাবায় FIDE বিশ্বকাপ জয় দিব্যা দেশমুখের,
প্যারা-আর্চারিতে বিশ্বসেরা শীতল দেবী, প্যারা-অ্যাথলেটিক্সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুপ্রিয়া শর্মার সোনা-রুপো, প্যারা-শুটিংয়ে অবনী লেখারার সাফল্য—তালিকা দীর্ঘ। এমনকি পুরুষ ক্রিকেটেও এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত, হকি দলও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে।
তবু জানা যাচ্ছে, জ্যোতি সুরেখা ভেন্নাম, হরমনপ্রীত, স্মৃতি ও হার্দিক সিংয়ের নাম নিয়ে দীর্ঘ আলোচনা হলেও কাউকেই চূড়ান্ত করেনি কমিটি। ক্রিকেটারদের ক্ষেত্রে যুক্তি দেওয়া হয়েছে, বিসিসিআই নাকি কোনও নাম পাঠায়নি। এতে আরও প্রশ্ন উঠছে—
তাহলে অন্য খেলায় আন্তর্জাতিক স্তরে সফল ক্রীড়াবিদদের নাম কেন বিবেচনায় এল না? উল্লেখযোগ্যভাবে, ১৯৯১ সালে খেলরত্ন চালু হওয়ার পর মাত্র দু’বার (২০০৮ ও ২০১৪) এই সম্মান দেওয়া হয়নি। এবার ফের সেই ‘শূন্য’ বছরের পুনরাবৃত্তি হতে চলেছে।

