সিটি সেন্টারের বিনোদন পার্কের জলাশয়ে তলিয়ে মৃত্যু যুবকের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ০২,জানুয়ারী :: সিটি সেন্টারের বিনোদন পার্কের জলাশয়ে তলিয়ে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম রাহুল রজক। দুর্গাপুরের কোকওভেন থানার সগরভাঙার বাসিন্দা। এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক ওই বিনোদন পার্কের পাঁচিল টপকে পার্কের ভেতর ঢোকার চেষ্টা করছিল। তখনই সে জলে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দুর্গাপুর দমকল বিভাগ। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা জল থেকে মৃতদেহ উদ্ধার করে।

তারপরেই ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে পাঁচিল টপকানোর জেরে এই মৃত্যু না এর পিছনে রয়েছে অন্য কোন কারণ সেই বিষয় নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 19 =