নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ০২,জানুয়ারী :: মালদার ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে শুক্রবার এক নতুন উন্নয়নের ছবি ধরা পড়ল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’–এর আওতায় এক কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হল এই ওয়ার্ডে।
কৃষ্ণপল্লী ও মালঞ্চপল্লী-সহ ওয়ার্ডের একাধিক এলাকায় এদিন রাস্তা, নিকাশি ব্যবস্থা, স্ট্রিট লাইট-সহ পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়। নারকেল ফাটিয়ে এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণীষা সাহা মণ্ডল, সমাজসেবী সৌভিক মণ্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডল জানান, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার স্থায়ী সমাধান করতেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে এই বরাদ্দ।
পরিকল্পিতভাবে ওয়ার্ডের প্রতিটি এলাকায় উন্নয়নের কাজ ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। পাশাপাশি তিনি আরো জানান, জনস্বার্থে ১০ লক্ষ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স পরিষেবাও শীঘ্রই চালু করা হবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এই উদ্যোগে খুশি ওয়ার্ডবাসী। উন্নত রাস্তা, নিকাশি ও আলোর ব্যবস্থায় এলাকায় নাগরিক পরিষেবার মান আরও বাড়বে বলে আশাবাদী তাঁরা। উন্নয়নের এই যাত্রা ৩ নম্বর ওয়ার্ডের সামগ্রিক চেহারা বদলে দেবে বলেই মত সংশ্লিষ্ট

