অবশেষে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উদ্যোগে বাংলা- বিহার সংযোগকারী রাস্তার শিলান্যাস হল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ০২,জানুয়ারী :: দীর্ঘ প্রতীক্ষার অবসান। নতুন বছরের শুরুতে গ্রামবাসীর মুখে ফুটলো হাসি। অবশেষে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উদ্যোগে বাংলা- বিহার সংযোগকারী রাস্তার শিলান্যাস হল।

শুক্রবার সকালে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কাপাইচন্ডি মোড় থেকে বহর গ্রাম পর্যন্ত প্রায় ছ’শো মিটার রাস্তার শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ দশ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। চলাচলে অযোগ্য হয়ে পড়েছিল। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল ঢুকতে পারত না। নিত্যদিন ঘটত দুর্ঘটনা। অভিযোগ এরপূর্বে ভোটের সময় নেতারা একাধিকবার রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে কেউ কথা রাখেনি।

দুই বছর আগে এলাকার মানুষ রবিউলের কাছে রাস্তার দাবি করেন। তিনি কথা দিয়েছিলেন। কথা রাখলেন। এতে খুশি এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =