নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ০২,জানুয়ারী :: কোচবিহারের পুরনো পোস্ট অফিস ময়দানে অনুষ্ঠিত হলো বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন-সহ দলের সমস্ত বিধায়ক ও জেলা নেতৃত্ব।
সভা মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি কোচবিহারের সুটকাবাড়ি এলাকাকে ‘দ্বিতীয় বাংলাদেশ’ বলে কটাক্ষ করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “বাংলার হিন্দুদের বাঁচাতে হবে। তার জন্য সবাইকে এক ছাতার তলায় এসে এই সরকারকে উৎখাত করতে হবে।” তিনি আবেগঘন কণ্ঠে বলেন, একসময় কোচবিহারে এসে চাঁদা তুলে ক্যান্সার হাসপাতাল তৈরিতে তিনি সহযোগিতা করেছিলেন।
কিন্তু বর্তমানে এসে তিনি শুনেছেন সেই হাসপাতাল জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সুযোগ পেলে ফের চাঁদা তুলে সেই ক্যান্সার হাসপাতালকে পুনর্জীবিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
মিঠুন চক্রবর্তী মহিলাদের উদ্দেশ্যে বলেন, “যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অবশ্যই তা নেবেন। কারণ এই টাকা জনগণের ট্যাক্সের টাকাই।” পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখেন।
এই সভাকে ঘিরে কোচবিহার শহর জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে দেখা যায়, এবং বিজেপির পক্ষ থেকে রাজ্য রাজনীতিতে পরিবর্তনের ডাক আরও জোরালোভাবে তুলে ধরা হয়।

