নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ০৪, জানুয়ারি :: স্কুলের মেয়েদের ইভটিজিং প্রতিবাদ করায় যুবককে ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত পলাতক। পূর্ব বর্ধমান জেলার কালনা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন স্কুলের সামনে শনিবার বিভিন্ন মেয়েদের টোন টিটকারি করছিল এক যুবক। স্থানীয় এলাকারই যুবক সুরাজ কুমার সাহা তা দেখে তার প্রতিবাদ করে।
এলাকায় আসতে বারণ করে ওই যুবককে, এরপরই সেই আক্রশ বসত বাড়ি থেকে ছোট কুরুল নিয়ে এসে সুরোজ কে এলোপাতাড়ি কোপ। তাকে বাঁচাতে গিয়ে জখম তার কাকা পিন্টু সাহা। দুজনই বর্তমানে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে এদিন শনিবার সকালে স্কুলের বাচ্চারা স্কুলে ঢুকছিল, সেই সমস্ত মেয়েদের দেখে টোন টিটকিরির পাশাপাশি নানা ভাবে মেয়েদের উতক্ত করছিল ওই যুবক বাপি রায় ওরফে দস্যু।
স্থানীয় এলাকায় বসে থাকা যুবক সুরজ তার প্রতিবাদ করে, এরপরই বাড়ি থেকে ফিরে এসেই তার উপরে চড়াও হয় ওই যুবক। মারধর করার পরই এলাকা ছেড়ে চম্পট অভিযুক্ত যুবকের।
ঘটনার পর কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে আক্রান্তদের বয়ান রেকর্ড করে কালনা থানার পুলিশ। ঘটনার পর অভিযুক্ত পলাতক।

