তৃণমূলে যোগ দেওয়ার জন্য মানুষের কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে নিলেন শিশির অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: রবিবার ০৪, জানুয়ারি :: পটাশপুরে বিজেপি -র সভায় এককালে তৃণমূলে যোগ দেওয়ার জন্য মানুষের কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে নিলেন শিশির অধিকারী। এদিন তিনি বলেন, ‘গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবেন।একটা ভুল পথে চলে গিয়েছিলাম।’ পাশাপাশি তৃণমূলের সমস্ত দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ‘ওই কেচ্ছা-কেলেঙ্কারি আমি ঘৃণা করি। যেহেতু পার্টিটা করতাম, তাই আমি বলছি না। তাঁকে বাংলার মুখ্যমন্ত্রী আমরাই করেছিলাম। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবেন।

একটা ভুল পথে চলে গিয়েছিলাম। সেই ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। আপনাদের কিছু করতে পারলাম না। চোখ থেকে টসটস করে জল পড়ে যায়। ছাব্বিশ সালে সরকারটা এনে দেন। আমি অনেকদিন বাঁচব। হড়হড় করে টেনে আনব। এরা কিছু জানেন না, চুরিটা ভাল জানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =