নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ০৪, জানুয়ারি :: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নদীয়া জেলা সফরে মানুষকে যোগদানের আবেদন জানিয়ে নদীয়ার বাদকুল্লায় হাজার মানুষের রক্তদান শিবিরের আয়োজন তৃণমূলের। আগামী ৯ জানুয়ারী নদীয়ার তাহেরপুরে সভা করতে আসছেন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা নিয়ে সেই সভা থেকে দলীয় নেতাকর্মীদের বার্তা দেবেন তিনি। আর তার আগে সেই সভাকে সামনে রেখে শনিবার তাহেরপুর থানার বাদকুল্লায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো তৃণমূল কংগ্রেস। তৃনমূলের দাবি, এই রক্তদান শিবিরে প্রায় ১ হাজার জন রক্তদাতা রক্তদান করবেন।
পাশাপাশি এদিন ৫০০ জন দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্রদান করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন, নদিয়া জেলা আইএনটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী, রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লক্ষণ দাস, ব্লক আইএমসিইউসির সম্পাদক সুবীর বিশ্বাস সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।
স্বাভাবিকভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নদিয়া জেলা সফরের আগে তৃণমূলের এই হাজার মানুষের রক্তদান ও দুস্থদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গোটা জেলার মধ্যে এক অন্যতম আয়োজন।

