নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ০৪, জানুয়ারি :: মালদার কংগ্রেস রাজনীতির ভরকেন্দ্র কোতোয়ালি ভবন। এখনো কোতোয়ালি ভবনে রয়েছে, প্রয়াত গনিখান 
চৌধুরীর ব্যবহৃত মার্সিডিজ গাড়ি।পরবর্তীকালে তার উত্তরসূরীরা ওই গাড়িটি ব্যবহার না করলেও অন্য গাড়ি ব্যবহার করে। এখনো কোতোয়ালি ভবনের গ্যারেজে পাশাপাশি রয়েছে মালদা দক্ষিণের সাংসদ ইসা খান চৌধুরীর গাড়ি ও পাশেই রয়েছে মৌসমের গাড়ি।
গাড়ি পাশাপাশি থাকলেও, পরিবারের মধ্যে এসেছিল রাজনৈতিক দূরত্ব। আবার মৌসম কংগ্রেসে, এবার হয়তো দূরত্ব মিটবে ।

