নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: রবিবার ০৪, জানুয়ারি :: ২০২৬ সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন। জগদ্দলের গোলঘর পার্কে আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। জনগন জেগেছে। সনাতনীরা একজোট হয়েছে। ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে।
উত্তরবঙ্গের চা বাগান নিয়ে তিনি বলেন, যত চা বাগান আছে সব অভিষেক কিনে নিয়েছে। চা বাগানগুলো এখন প্রমোটিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। ওখানে রিসোর্ট ও বার তৈরি হচ্ছে। তাঁর দাবি, যেদিন তৃণমূল হারবে, সেদিন তৃণমূল দলটাই উঠে যাবে

