কালনা ব্লকের অন্তর্গত এই এলাকায় ৮০ ঊর্ধ্ব বৃদ্ধা মিনা রায়ের বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে এস আই আর–এর শুনানি সম্পন্ন করলেন ব্লক আধিকারিকরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ০৪, জানুয়ারি :: কালনা বিধানসভার ২১২ নম্বর বুথ এলাকার যোগিপাড়ায় নির্বাচন কমিশনের নির্দেশে আশি ঊর্ধ্ব বৃদ্ধার বাড়িতে হাজির ব্লক প্রশাসন ।

কালনা ব্লকের অন্তর্গত এই এলাকায় ৮০ ঊর্ধ্ব বৃদ্ধা মিনা রায়ের বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে এস আই আর–এর শুনানি সম্পন্ন করলেন ব্লক আধিকারিকরা।

বার্ধক্যজনিত অসুস্থতা ও চলাফেরার অসুবিধার কারণে SDO অফিস বারবার যাতায়াত করা মিনা রায়ের পক্ষে কষ্টসাধ্য ছিল। সেই বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়িতেই শুনানির ব্যবস্থা করা হয়।

নির্ধারিত সময়ে ব্লক আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছে যাবতীয় নথিপত্র যাচাই করেন এবং প্রয়োজনীয় শুনানি গ্রহণ করেন।

বাড়িতে বসেই প্রশাসনিক কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মিনা রায়। তিনি বলেন, এই বয়সে অফিসে অফিসে ঘুরে বেড়ানো খুবই কঠিন। বাড়িতে এসে কাজ করে দেওয়ায় আমি খুব খুশি।

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, প্রবীণ ও অসহায় মানুষদের জন্য এ ধরনের বাড়ি গিয়ে পরিষেবা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলেই মনে করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 16 =