নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাউগাছি :: রবিবার ০৪, জানুয়ারি :: কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনিত মল্লিক এলাকায় নির্মীয়মাণ নর্দমার কাজ পরিদর্শনে যান । তারা সংঘ ক্লাবের পাশে কাজ ঘুরে দেখার সময় পার্শ্ববর্তী বাসিন্দা উজ্জ্বল ঘোষের সঙ্গে তার প্রথমে বচসা এবং পরে তা গড়ায় হাতাহাতিতে।
ঘটনার সূত্রপাতের কিছুক্ষণ পরেই উজ্জ্বল ঘোষের ছেলে রাহুল ঘোষ ঘটনাস্থলে এসে বাবার সঙ্গে মিলে পঞ্চায়েত সদস্য সুনিত মল্লিকের উপর চড়াও হন। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করা হয়।
প্রতিবেশীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সুনিত মল্লিককে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার জেরে উত্তেজিত জনতা উজ্জ্বল ঘোষের বাড়িতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসুদেবপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উজ্জ্বল ঘোষ ও তার ছেলে রাহুল ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ।

