ভোটের মুখে তৃণমূলে ধাক্কা, রাজ্যসভার সাংসদ মৌসম নূরের কংগ্রেসে প্রত্যাবর্তন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ০৪, জানুয়ারি :: মৌসম বেনজির নূর সাত বছর পর তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে এলেন।

২০১৯ সালের জানুয়ারিতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মৌসম শনিবার দিল্লিতে কংগ্রেস দফতরে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা ও পরিবারের সদস্য ইশা খান চৌধুরী।মৌসম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন, যদিও তাঁর মেয়াদ শেষ হতে এখনও কয়েক মাস বাকি।

মৌসমের দলবদল তৃণমূলের কাছে আকস্মিক ধাক্কা হিসেবেই ধরা পড়েছে। দলের অনেক নেতাই আগে থেকে কোনও আভাস পাননি বলে জানিয়েছেন। উল্লেখযোগ্য ভাবে, এক সময় শুভেন্দু অধিকারীর উদ্যোগেই মৌসম তৃণমূলে যোগ দিয়েছিলেন।

যদিও তৃণমূল ছাড়ার পরও মৌসম দলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও নেতিবাচক মন্তব্য করেননি এবং তৃণমূল তাঁকে যে দায়িত্ব ও সম্মান দিয়েছিল, তার স্বীকৃতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =