নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ০৪, জানুয়ারি :: আম শিল্পকে ঘিরে সংগঠনিক কর্মকাণ্ডকে আরও সুসংহত করতে ওল্ড মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার।
পুরাতন মালদার কাদিরপুর এলাকায় আয়োজিত এই সম্মেলনে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কার্যত মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শ্রীপতি মণ্ডল, সহ-সম্পাদক অশোক কুমার দাস ও অভিজিৎ কুমার রায়, কোষাধ্যক্ষ সৌমেন পোদ্দার।
পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, সহ-সম্পাদক গোপাল সাহা, উজ্জ্বল সরকার ও অসিত কুমার সাহা।
সভায় সংগঠনের সম্পাদক বার্ষিক আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব পেশ করেন। একই সঙ্গে আমচাষী ও ব্যবসায়ীদের সামনে থাকা বিভিন্ন সমস্যা, বাজারজাতকরণ, পরিবহণ ও মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন, যা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে বলে মত সংগঠনের নেতৃত্বের।
অনুষ্ঠানের শেষে সকলের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা আগামী দিনে মালদার আম ব্যবসাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

