সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ০৪, জানুয়ারি :: আড়ম্বরের সাথে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ৩৪ তম জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা। জেলা স্তরীয় প্রতিযোগিতায় ২৫১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়ে যাবার পর উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি দিলীপ কুমার রায় এই বিষয়ে জানান বার্ষিক খেলা শুধু খেলা নয় এটি যেমন ছাত্রছাত্রীদের শারীরিক গঠন উন্নয়ন করবে ঠিক তেমনি দেশের নাম উজ্জ্বল করবে।
সংশ্লিষ্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, উত্তরবঙ্গের বিশিষ্ট্ বিজ্ঞানী ডঃ মহেন্দ্রনাথ রায় ,
শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ নলিনী রঞ্জন রায়, সমাজসেবী সঞ্জয় টিব্রুয়াল, সমাজসেবী পাপিয়া ঘোষ, জেলা বিদ্যালয় পরিদর্শক তরুণ কুমার সরকার, অর্থ আধিকারিক রাজু সরকার সহ বিশিষ্ট অতিথিরা।

