নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার,০৭ জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত যোগেশ্বর ডিহি গ্রামে এক তরুণী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায় । মৃত গৃহবধূর নাম সুদেষ্ণা ঘোষ । মৃতার বয়স আনুমানিক ২৩ বছর ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ ও অভিমানের জেরেই এই মর্মান্তিক পরিণতি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । শ্বশুর ও শাশুড়ির তার বাচ্চা ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসা ঘিরে ওই গৃহবধূ গভীর মানসিক আঘাত পেতেন ।
ছোট্ট বাচ্চা ছেলেকে শ্বশুর-শাশুড়ি অতিরিক্ত ভালোবাসা ও গুরুত্ব দিচ্ছেন—এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে দাবি পরিবারের। সেই অভিমান ও মানসিক যন্ত্রণা ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয় বলে মনে করা হচ্ছে।
ওই গৃহবধূর স্বামী প্রদীপ ঘোষ জানান সকালে বাড়ির সবাইকে চা খাইয়ে তিনি দুতলার ঘরে চলে যান,, দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয় । তারা দুতলার ঘরে ঢুকে দেখতে পান ফ্যানের মধ্যে গামছায় গলার ফাঁস লাগিয়ে ঝুলছে ।
তড়িঘড়ি তাকে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে কাটোয়া হসপিটালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । বিষয়টি জানানো হয় মঙ্গলকোট থানায়। মঙ্গলকোট থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।

