নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৯,জানুয়ারি :: নতুন বছরের শুরুতেই জনসংযোগ কর্মসূচিতে আসানসোল দুর্গাপুর পুলিশ। শীতের দুপুরে কয়েকশো দুঃস্থ মানুষ ও শিশুদের নিয়ে চড়ুইভাতি।
পেটভরে খাওয়া দাওয়ার পাশাপাশি তাদের হাতে কম্বল তুলে দেন পুলিশ আধিকারিকরা। এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ি।
উপস্থিত ছিলেন ইস্ট ডিভিশনের ডিসি অভিষেক গুপ্তা, এসিপি সুবীর রায়, সিআই রনবীর বাগ, ওসি সঞ্জীব দে ও ফাঁড়ির আইসি উজ্জ্বল সাহা। এদিন সকলকে নিজে হাতে খাবার পরিবেশন করেন ডিসি সহ অন্যান্য পুলিশ কর্তারা।
শীতের দিনে কনকনে ঠান্ডায় সাধারণ মানুষকে আরও বেশি করে সমাজের পাশে থাকার বার্তা দেন ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।

