নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: শুক্রবার ৯,জানুয়ারি :: কর্মরত অবস্থায় ট্রেন লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করল এক আরপিএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পানাগড় স্টেশন এর এক নম্বর প্লাটফর্মের পাশের লাইনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানাগড় স্টেশন এর আরপিএফ কর্মীরা।
ঘটনাস্থলে পরে এসে পৌঁছান আর পি এফ এর উচ্চপদস্থ আধিকারিকরাও। খবর দেওয়া হয় জিআরপি কে। ঘটনাস্থলে জিআরপি পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি।
কর্মরত অবস্থায় আরপিএফ কর্মী মৃত্যুর ঘটনায় আরপিএফ এর পক্ষ থেকে কোন কিছুই জানাতে চান নি আরপি এফ এর কর্মীরা।মৃত জওয়ান বিহারের বাসিন্দা।তার নাম অরুণ কুমার সিং।বয়স ৫৫বছর।মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ

