নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৯,জানুয়ারি :: দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে শুক্রবার ২৫ নম্বর ওয়ার্ডের অমরাবতী কলোনিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান চালানো হয়। এই অভিযানে মোট দুটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।
প্রথম ক্ষেত্রে, অমরাবতী কলোনির একটি হোটেলের অবৈধভাবে নির্মিত স্টোররুম ও বাথরুম পুরসভার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল, কোনও অনুমতি ছাড়াই এই নির্মাণ কাজ করা হয়েছিল।
এছাড়াও, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড সাইন্স স্কুল বিল্ডিংয়ের পিছনে থাকা আরও একটি অবৈধ নির্মাণও এদিন ভেঙে দেওয়া হয়।
অভিযানের সময় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার আধিকারিকরা। পাশাপাশি নিরাপত্তা রক্ষার জন্য নিউ টাউনশিপ থানার পুলিশ প্রশাসনও মোতায়েন ছিল। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও চলবে।

