সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৯,জানুয়ারি :: চাল চুরির তদন্তে নেমে বড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। উদ্ধার করা হলো ট্রাক ভর্তি মুসুর ডাল, ঘটনায় গ্রেফতার ২ ব্যক্তি। ঘটনার সূত্রপাত ঘটে গত বছর সেপ্টেম্বর মাসে।
সন্তোষীনগর এলাকার এক ব্যবসায়ী ট্রাক বোঝাই চাল চুরি হয়। পরবর্তীতে ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন নিউ জলপাইগুড়ি থানায়।
অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্ত শুরু হওয়ার পর, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় ওই ট্রাকের চালক আব্দুল্লাহ মল্লিককে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করবার পর তার জবানবন্দীর সূত্র ধরে গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি টোল প্লাজার সামনে থেকে একটি ১৪ চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকটির নম্বর ডাবলু বি ৪৫৫২৯৬ । আটক করবার পর তাতে তল্লাশি অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণে মসুর ডাল উদ্ধার করা হয়।
ওই ট্রাকের মালিক ও চালক, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা আলীম শেখকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদ এর মুখে তারা জানায় অনেকদিন যাবত তারা ট্রাকের রং পরিবর্তন করে বিভিন্ন জায়গা থেকে পণ্য ভাড়ার নামে তুলে চুরি চালিয়ে আসছিল।
ইতিপূর্বে চাল চুরির ঘটনায় একই ট্রাক ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে ধৃতরা। পুলিশের অনুমান, এবার মুসুর ডাল চুরির পরিকল্পনাতেই ওই চালান নিয়ে যাওয়া হচ্ছিল।

