নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৯,জানুয়ারি :: ইডির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ, কালিয়াচকে প্রতিবাদ মিছিল কেন্দ্রের বিজেপি সরকারের ইশারায় কাজ করা তথাকথিত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এনফোর্স
মেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে।
সেই প্রতিবাদের আঁচ এবার মালদা জেলার কালিয়াচকেও এসে পৌঁছাল। শুক্রবার কালিয়াচক–১ ব্লকে ইডির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
কালিয়াচক–১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিউল শেখের নেতৃত্বে কালিয়াচক হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি কালিয়াচক চৌরঙ্গী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে চৌরঙ্গী মোড়ে এসে সমবেত হয়। মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

