নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১০,জানুয়ারি :: দুর্গাপুরের কনিষ্ক মার্কেটে এ একটি দোকানে চুরি যায় নগদ ২৫ হাজার টাকা সহ বেশ কিছু দামি ওষুধ। প্রমান লোপাটের জন্য সিসিটিভির যে হার্ডডিস্ক সেটি নিয়ে যায় দুষ্কৃতীরা।
শুক্রবার সকালে দোকান খুলে দোকান মালিক দেখে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তা দেখে সন্দেহ হয় এরপর দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে।

