নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুলাগড় :: শনিবার ১০,জানুয়ারি :: ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সার্ভিস রোডে অগ্নিকাণ্ডের ঘটনা। ধুলাগড় মোড়ে ঘটনাটি ঘটে। বাগনান গামী একটি অয়েল ট্যাঙ্কারে প্রথমে আগুন লাগে। তেল লিক করে আগুন ছড়িয়ে পড়ে রাস্তায়।ওই অবস্থায় ট্যাঙ্কারটি এগিয়ে যেতে থাকে।
সেই সময় ওই রাস্তা দিয়ে লরি ও বাস যাচ্ছিলো। চারটি লরি ও একটি বাসে আগুন ধরে যায়।আগুন ছড়িয়ে পড়ে ট্যাঙ্কারতে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।আশেপাশের মানুষজন ছুটে আসে। খবর পেয়ে আসে সাকরাইল থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ।আসে দমকলের চারটি ইঞ্জিন আসে।
রাত নটা নাগাদ এই ঘটনাটি ঘটে। দমকল কর্মীরা তৎপরতার সাথে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে সবকটি গাড়ি সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা জানান যেভাবে পরপর গাড়ি জ্বলছিল ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়। তবে দমকল ঠিক সময়ে এসে আগুন নিভিয়ে দেয়।
এই ঘটনার জেরে সার্ভিস রোডে দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়।পরে ভস্মীভূত বাস ও লরিগুলো সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন অয়েল ট্যাঙ্কার থেকে এই বিপত্তি। তবে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

