নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১০,জানুয়ারি :: ফাঁকা বাড়িতে চুরির ঘটনার দ্রুত সমাধান করল দুর্গাপুর থানার পুলিশ। বেনাচিতির অন্নপূর্ণা নগরে ঘটে যাওয়া চুরির ঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা ও চুরি যাওয়া গয়না-সহ একাধিক সামগ্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর বাড়িতে তালা দিয়ে বাইরে যান প্রেম কুমার ভার্মা। চলতি বছরের ৩ জানুয়ারি ফিরে এসে তিনি আলমারি ভাঙা ও প্রায় ২০ হাজার টাকা নগদ, সোনা-রুপোর অলংকার ও বাসনপত্র উধাও দেখতে পান। এরপর দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।

