নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: শনিবার ১০,জানুয়ারি :: গত দুদিন আগে চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া উচ্চ বিদ্যালয় যাওয়ার রাস্তায় তাঁতিপাড়া গ্রামে ঢোকার মুখে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১২ ই জানুয়ারি যুব দিবস উপলক্ষে যে গেট করা হয়েছিল সেই গেটের পোস্টার ও ব্যানার ছেড়ে দেওয়া হয়।
অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে। তারই প্রতিবাদে তাঁতিপাড়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় তাঁতিপাড়া গ্রামে।
সেই প্রতিবাদ মিছিলে বক্তব্য দিতে গিয়ে এই পোস্টার ও ব্যানার ছেঁড়ার কাণ্ডে সরাসরি বিজেপি নেতাকর্মীদের ও দুষ্কৃতিদের বিরুদ্ধে সোচ্চার হন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সরাসরি হুঁশিয়ারি দেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিজেপি নেতাকর্মী ও দুষ্কৃতিদের হাত পা ভেঙ্গে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে এবং শান্তিপ্রিয় রাজনগর ব্লক কে অশান্ত করার চেষ্টা বিজেপি করলে তার ফল বিজেপিকে ভুগতে হবে।
অন্যদিকে এই প্রতিবাদ মিছিল ও পোস্টার ছেড়া নিয়ে প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই ও মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস।

