সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১০,জানুয়ারি :: তরুণ বর্মন,নারায়ন রায়, সন্তোষ রায়, বাবলু রায়, গোসেন বর্মন এগুলো কেবলমাত্র নাম কিংবা পদবী নয়। এনাদের নাম সমাজের বীরত্ব ও লড়াই এর প্রতীক। জীবনের চরম প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে জীবন সংগ্রামের লড়াইয়ে ব্রতী হয়েছেন।
পাঁচজনই দৃষ্টি প্রতিবন্ধী, মনের আলো দিয়ে তাঁদের চোখের আলো প্রকাশিত হয়। জীবনের প্রতিবন্ধকতার সাথে আপোষ নয়, করে চলেছেন লড়াই। কারোর দয়া দাক্ষিণ্যে নয়, বিভিন্ন জায়গায় গান গেয়ে নিজেদের সংসার চালাচ্ছেন। আজ দেখা গেল তাদের শিলিগুড়ি আশিঘর মোড় এলাকায়,
নিবিড় চিত্তে একাগ্র মনে বাজনার তালে তালে গান করে চলেছেন
সেখানে নিবিড় চিত্তে একাগ্র মনে বাজনার তালে তালে গান করে চলেছেন। তাদের গান শুনে শ্রোতারা ভিড় জমিয়েছেন। তরুণ বাবু জানিয়েছেন, বিভিন্ন জায়গায় তারা গান করে থাকেন। এভাবেই তাদের সংসার চলে। তাদের জীবন সংগ্রামী লড়াইকে কুর্নিশ জানাতেই হয়।
বর্তমানে যখন হতাশা, ডিপ্রেশন, একাকীত্ব এই শব্দগুলোর প্রচলন বেড়ে চলেছে, এই শব্দগুলোর প্রচলন কমিয়ে তারা ব্যতিক্রমী হয়ে উঠেছেন। তাদের লড়াই জীবন সংগ্রাম সকলের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণা।

