নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: শনিবার ১০,জানুয়ারি :: গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনার পর, পাণ্ডবেশ্বর ট্রাফিক এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশের যৌথ প্রয়াসে একাধিকবার পথ নিরাপত্তা বিষয়ে নানান কর্মসূচি গ্রহণ করার পরেও দুর্ঘটনা রেশ যেন পিছু ছাড়ছে না জাতীয় সড়কে।
আবারও নতুন বছরের শুরুতে দুর্ঘটনার সাক্ষী থাকলো খোট্টাডিহি থেকে বিলপাহাড়ি মোড়ের মধ্যবর্তী এলাকা।
এদিনের দুর্ঘটনায় আহত হয় দুই ব্যক্তি, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় দুটি চার চাকা গাড়িও।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় দুর্গাপুরের বিধান নগরে। অন্যদিকে ঘাতক ও দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে পাণ্ডবেশ্বর ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে দুর্ঘটনা গ্রস্থ গাড়ির চালক জানান, আমরা আমলকি ব্যবসা করি। সদূর বীরভূম জেলার সিউড়ি থেকে আমরা যাচ্ছিলাম পশ্চিম বর্ধমানের হরিপুর বাজারের উদ্দেশ্যে। আমরা গাড়ির মধ্যে দুইজন ছিলাম।
খোট্টাডিহি মোড় থেকে বিলপাহাড়ি মোড় যাওয়ার মধ্যবর্তী এলাকায় রাস্তার একপাশে আমরা আমাদের গাড়িটি দাঁড় করিয়ে প্রাত:কর্মের জন্য মাঠে যাই,
সেই সময় পাণ্ডবেশ্বর দিক থেকে আসা একটি চার চাকা মারুতি ভ্যান আমাদের গাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে। যার জেরে ওই ঘাতক গাড়ির মধ্যে থাকা চালকসহ এক ব্যক্তি গুরুতর আহত হয় এবং সেই গাড়িটি সামনে অংশ দুমড়ে মুছড়ে যায়। অন্যদিকে আমাদের গাড়িটিও অল্প বিস্তর ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর ট্রাফিক বিভাগ এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি গাড়িকে উদ্ধার করে পাণ্ডবেশ্বর ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি দুর্গাপুরের বিধান নগরে চিকিৎসাধীন।

