নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১০,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমানের পারবিরহাটা আরজি ভবনের সামনে শুক্রবার সন্ধ্যায় আই প্যাক কাণ্ডের প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হল জেলা বিজেপি।রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ করে দেয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দলের মদতেই আই প্যাক সংক্রান্ত ঘটনা ঘটেছে এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে এদিন পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর নৈতিক দায় রয়েছে এবং তাঁকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
রাজ্যজুড়ে গণতন্ত্র বিপন্ন হচ্ছে বলেও অভিযোগ তোলা হয় বিজেপির তরফে। পথ অবরোধের জেরে পারবিরহাটা ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

