নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: রবিবার ১১,জানুয়ারি :: রামপুরহাট থানার পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল এক ব্যক্তি। ভাড়সালা মোড় এলাকায় শনিবার রাতে নিয়মিত টহল দেওয়ার সময়
পুলিশের নজরে পড়ে এক ব্যক্তি, যিনি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল উদ্ধার করে।
ধৃতের নাম হানিফ সেখ ওরফে শামীম আক্তার। তিনি পেশায় একজন হোটেল মালিক এবং রামপুরহাট এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় রামপুরহাট থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

