নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ১১,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।
কালনা মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত থেকে তিনি হাসপাতালের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন পি ডব্লিউ ডি আধিকারিক, হাসপাতালের সুপার, নার্সিং স্টাফ এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী।
বৈঠক শেষে তিনি জানান, কালনা মহকুমা হাসপাতালে খুব শীঘ্রই ২৪ বেডের একটি অত্যাধুনিক CCU (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) চালু হতে চলেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়াও হাসপাতালের পুরনো আইসোলেশন ওয়ার্ডটিকে মেডিসিন বিভাগের সঙ্গে সংযুক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
এর ফলে রোগীদের চিকিৎসা পরিষেবা আরও সুসংহত ও কার্যকর হবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি আরও জানান, ৪০ আসন বিশিষ্ট একটি নার্সিং কলেজ চালুর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের তরফে পরিদর্শন হবে এবং তার পরেই পঠন-পাঠন শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

