নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ১১,জানুয়ারি :: হুগলীর চুঁচুড়ায় এক তরুণীকে কাজের সুযোগ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন প্রগ্রেসিভ ম্যানেজমেন্ট একাডেমিতে ডেকে নেওয়া হয় অভিযোগকারিণীকে।
সেখানেই একাডেমির কর্ণধার তার উপর জোর জবরদস্তির চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওভাবে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। ঘটনার পর অভিযোগ কারিণীর পরিবার চুঁচুড়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগকারিণীর বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনাস্থল সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অন্যদিকে, প্রগ্রেসিভ ম্যানেজমেন্ট একাডেমির কর্ণধার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবেনা ।

