সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ১১,জানুয়ারি :: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৬ । ইতিমধ্যে রাজ্য তথা দেশ – বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এসে ভিড় করেছে । রবিবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পুণ্যার্থীদের সুবিধার্থে সেবা দল শিবিরের উদ্বোধন করা হয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুলে কংগ্রেস কর্মী-সমর্থকরা অনশনে বসলেন মেলা প্রাঙ্গণে ।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, যেভাবে দেশ চলছে এভাবে চলতে পারেনা। সাধারণ মানুষের সরকার একমাত্র কংগ্রেস ।
বিজেপি পুঁজিবাদীদের সরকার। গণতন্ত্রের কণ্ঠ রোধ করছে কেন্দ্রীয় সরকার । বিভিন্ন নির্বাচনে ভোট চুরি করে জয় লাভ করছে। এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কংগ্রেস একমাত্র সাধারন মানুষের বিকল্প।
কেন্দ্রীয় সরকার যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে অন্যদিকে রাজ্য সরকারও বিরোধীদের কণ্ঠরোধ করছে। একের পর এক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে এ রাজ্যের শাসক দল।
আগামী দিনের সাধারণ মানুষ গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ জানাবে। গঙ্গাসাগর মেলাতে কংগ্রেসের এই প্রতিবাদ সার্বিকভাবেই রাজ্য তথা দেশ-বিদেশ থেকে আশা পূর্ণর্থীদের কাছে অন্য বার্তা পৌঁছে দেবে ।

