নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: রবিবার ১১,জানুয়ারি :: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল কংগ্রেসের হামলার অভিযোগের প্রতিবাদে রবিবার চন্দননগর তালডাঙা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি।
বিজেপি নেতা-কর্মীরা এই ঘটনাকে রাজনৈতিক সন্ত্রাস বলে অভিযোগ তুলে ধরেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে তালডাঙা চত্বর অবরোধ করে দেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন ও তীব্র প্রতিবাদ জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর থানার পুলিশ বাহিনী। অবরোধ তুলে নেওয়ার সময় পুলিশ ও বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যা ঘিরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়ায়। পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে আগামী দিনেও আন্দোলন চলবে।

