নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ১২,জানুয়ারি :: বাংলাদেশিদের জন্য ভারতীয় নাগরিকত্বের নথি তৈরির অভিযোগে আসানসোলের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম ছোটন সেন। এদিকে, এই ঘটনায়, রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি।
প্রসঙ্গতঃ, এখন আসানসোলের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে হিয়ারিং বা শুনানি চলছে। সেই সময় এই অভিযান আসানসোলের সালানপুর থানার একটা বড় সাফল্য মনে করা হচ্ছে।
একটা সূত্র ধরে সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া এলাকা থেকে ছোটন সেন নামে ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ময়না সেন নামে এক বাংলাদেশি মহিলার জন্য বেশ কয়েকটি ভারতীয় নাগরিকত্বের নথি জাল করার অভিযোগ রয়েছে। সেই খবর ব্লক প্রশাসনের আধিকারিকদের কাছে আসে।
এরপরে তদন্তে নেমে সালানপুর পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ছোটন সেন ময়না সেন নয়, আরো বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের জন্য ভারতীয় নাগরিকত্বের নথি তৈরি করেছে।
যার জন্য সে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশের এক আধিকারিক বলেন, তদন্ত চলছে। সেই তদন্তে ধৃতকে হেফাজতে নিয়ে জেরায় আরও তথ্য বেরিয়ে আসবে।

