নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: সোমবার ১২,জানুয়ারি :: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর কনভয়ের উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হামলার অভিযোগে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা এলাকা।
বিজেপির উদ্যোগে ভাতারের নর্জা মোড়ে বর্ধমান–কাটোয়া রোড ও বর্ধমান–বাদশাহী রোড সম্পূর্ণ অবরোধ করা হয়।
পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিজেপি নেতৃত্বের ডাকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। অবরোধের জেরে দুই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে বর্ধমান–কাটোয়া ও বাদশাহী রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়।
বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালায়। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই এদিন রাস্তায় নামেন বিজেপি কর্মী-সমর্থকরা।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নর্জা মোড় এলাকা। ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের অনুরোধে শেষে বিজেপি কর্মীরা অবরোধ প্রত্যাহার করেন।

