নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ১২,জানুয়ারি :: হাওড়ার জয়পুর থানা এলাকার ঝিকিরায় একটি পেট্রোল পাম্পের কাছে এক পথচারীকে পিষে দেয় ঝিকিরা -হাওড়া রুটের একটি বাস।এই ঘটনা চোখের সামনে ঘটতে দেখে জনতা উত্তেজিত হয়ে ওঠে।
জখম পথচারীকে উদ্ধার করে অমরাগোড়ী হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।এর আগে উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় রেফ।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।মৃতের নাম কার্তিক দোলুই (৫৪)।

