নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ১২,জানুয়ারি :: গঙ্গাসাগরে এসে অসুস্থ এক পূর্ন্যার্থীকে জরুরী ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। হেলিকপ্টারের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হলো।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা শান্তালাল (৬৪)নামে এক ব্যক্তি গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়ে গতকাল। গঙ্গাসাগর অস্থায়ী হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা করানো হয়।
ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে জরুরী ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে কলকাতার এম আর বাঙুরে নিয়ে যাওয়া হয়।
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান, গঙ্গাসাগরের প্রশাসনিক তরফে পূর্ন্যার্থীদের চিকিৎসা সুবিধার জন্য এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে।
গঙ্গাসাগরে এসে উত্তরপ্রদেশের এক তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়ে। জেলা প্রশাসনের নির্দেশে আমরা ওই অসুস্থ ব্যক্তিকে গঙ্গাসাগরের হেলিপ্যাড এবং কলকাতার এম আর বাঙুরে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি ।

