স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এক ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ১২,জানুয়ারি :: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এক ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ‘রান ফর হেলথ’ অনুষ্ঠিত হলো চুঁচুড়া ময়দানে। আজ সকাল থেকেই উৎসবের আবহে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার—এই দুই বিভাগে দৌড়ের আয়োজন করা হয়। বিশেষভাবে নজর কাড়ে ১০ কিলোমিটার দৌড়ে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সক্রিয় অংশগ্রহণ। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়ান বিভিন্ন বয়সের মানুষ।

এই ‘রান ফর হেলথ’-এ ৮ থেকে ৮০ বছর বয়সী বহু ছেলে-মেয়ে অংশগ্রহণ করেন, যা গোটা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

এদিন ভোর থেকেই চুঁচুড়া ময়দান ও সংলগ্ন এলাকায় দৌড় দেখতে এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হন। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে এমন স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =