লক্ষ্মীতলা প্রাঙ্গনে ধর্মীয় ঐক্যের বার্তা, একসঙ্গে গীতা পাঠে শত শত মানুষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কীর্ণাহার :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: কীর্ণাহারে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের এক অনন্য চিত্র ধরা পড়ল। কীর্ণাহার লক্ষ্মীতলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে সহস্র কণ্ঠে গীতা পাঠ। এই মহতী অনুষ্ঠানের পূর্বে সকালে এলাকাজুড়ে এক শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রাটি কীর্ণাহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে লক্ষ্মীতলা প্রাঙ্গনে এসে শেষ হয়। হাতে ধর্মীয় পতাকা ও গীতা গ্রন্থ নিয়ে অংশগ্রহণকারীরা শ্লোগানহীন, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে পদযাত্রায় অংশ নেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গীতার মানবিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শান্তির বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া।

লক্ষ্মীতলা প্রাঙ্গনে এরপর নির্ধারিত সময়ে সহস্র কণ্ঠে গীতা পাঠ শুরু হয়। বিভিন্ন বয়সের মানুষ—ছাত্রছাত্রী, যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণরাও একসঙ্গে গীতা পাঠে অংশ নেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলা, ভক্তি ও সৌহার্দ্যের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + ten =