নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: হাওড়ায় গ্রেফতার পাঞ্জাবের গ্যাংস্টার গ্যাঙের তিন অপরাধী। গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশন চত্তর থেকে গ্রেফতার করে।নাম করন পাঠক,তরনদীপ সিং,আকাশদীপ সিং। সবাই পাঞ্জাবের বাসিন্দা।

পাঞ্জাবের এক কবাডি খেলোয়াড় রানা বালা কৌর খুনের ঘটনায় পাঞ্জাব পুলিশের এস টি এফ এদের খুঁজছিলো।পনেরো ডিসেম্বর খুন হয়।ওই তিনজন অভিযুক্ত গ্যাংটক হয়ে কোলকাতায় গা ঢাকা দিয়েছিল।গতরাতে তারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পালাবার ছক করেছিলো বলে জানতে পারে এস টি এফ।
গোলাবাড়ি থানার পুলিশকে জানানো হয়।সেই খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতেরা কুখ্যাত লরেন্স বিশ্নই গ্যাঙের সাথে যুক্ত বলে জানা গেছে।

