বাঁকুড়ায় বিজেপির বিবেক যাত্রায় ভুয়ো ভোটার নিয়ে সরব সাংসদ সৌমিত্র খাঁ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বাঁকুড়া  :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: স্বামী বিবেকানন্দর ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁকুড়ায় বিজেপির বিবেক যাত্রা অনুষ্ঠিত হয়। স্বামীজিকে শ্রদ্ধাজ্ঞাপন করে বিজেপি।

হিন্দু হাইস্কুল থেকে মাচানতলা আকাশ মুক্তমঞ্চ পর্যন্ত মিছিলে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ, প্রাক্তন শিক্ষা মন্ত্রী সুভাষ সরকার , জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী সহ বিজেপির নেতা কর্মীদের উপস্থিতিতে শুরু হয় বিবেকযাত্রা। যাত্রা শেষে একটি পথসভা করে বিজেপি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুয়ো ভোটার নিয়ে সরব হন সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন বিষ্ণুপুর লোকসভায় প্রায় ১লক্ষ ৩৫ হাজার ও বাঁকুড়া জেলায় ৫০ হাজার ভুয়ো ভোটার রয়েছে যারা হয়তো বা বাংলাদেশ থেকে এসেছে অথবা নাম নেই

আমারা সেই তথ্য জমা করার চেষ্টা করছি কিন্তু জেলা শাসক সেটা বন্দ রাখার চেষ্টা করছে। ভুয়ো ভোটার কেন থাকবে স্বচ্ছ ভাবে হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =